সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাগড়াছড়ির রামগড়ে বজ্রাঘাতে বিশু লক্ষ্মী ত্রিপুরা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের সালদা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিশু লক্ষ্মী ওই পাড়ার সত্য কুমার ত্রিপুরার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকেই বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রাঘাত হচ্ছিল। নিজ ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন বিশু লক্ষ্মী ত্রিপুরা। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ বলেন, বজ্রাঘাতে নিহত নারীর সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল পার্শ্ববর্তী রামগড় উপজেলা হওয়ায় বিষয়টি রামগড় থানা পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
জেবি