সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে আরও একটি নাশকতার মামলা করা হয়েছে। সেইসঙ্গে ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বিএনপি সভাপতি রুবেলকে ৭ নম্বর আসামি করে ৪২ জনের নামসহ এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মমিন মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিজান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মো. শাজল ও বিএনপি কর্মী মো. মোস্তফা।
এর আগে ২৫ সেপ্টেম্বর শ্রীবর্দী থানায় বিএনপি সভাপতি রুবেলকে ১ নম্বর হুকুমের আসামি এবং আরও ১২০ জনের নামে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় ৯ জনকে।
ঝিনাইগাতি থানা পুলিশের এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগাঁও তাসকেরাতুল বানাত মহিলা মাদরাসা মাঠে আসামিরা নাশকতার উদ্দেশে পেট্টোল বোমা ও ককটেল তৈরি করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলার বিষয়ে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এক তরফা করার লক্ষে বর্তমান আওয়ামী লীগ সরকার আমার বিরুদ্ধে এ গায়েবি মামলা করেছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এবং আজ ২৮ সেপ্টেম্বর আমি এলাকাতে না থাকলেও আসামি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এভাবে নিপীড়ন করে বিএনপিকে আন্দোলন থেকে পেছানো যাবে না।
এ বিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই মাদরাসা মাঠে নাশকতার উদ্দেশে ১২টি পেট্টোল বোমা ও ১৪টি ককটেলসহ ছয়জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
জেবি