সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শরীরে হাত-পায়ের স্পর্শ লেগে ঘুম ভেঙে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৪০)। তার ছোট ভাই সাফায়েত জামিল পায়েলের (২০) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তারা উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকার গোলজার হোসেনের ছেলে। এ ঘটনায় পায়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ।
পরিবারের বরাতে পুলিশ জানায়, দুই ভাই আশরাফুল ও পায়েল একই ঘরে একই খাটে ঘুমাতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা ঘুমাতে যান। মধ্যরাতে ঘুমের ঘোরে আশরাফুল ইসলামের হাত-পায়ের স্পর্শ লেগে পায়েলের ঘুম ভেঙে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ফল কাটার ছুড়ি দিয়ে আশরাফুলের বুকে ও পেটে আঘাত করেন। এসময় তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে তারা আশরাফুলকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক সায়েদ জানান, হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
জেবি