সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে শরিফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ ও মানবিক জঙ্গলগ্রামের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চণ্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চেীধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান (সার্জন) অধ্যাপক ডা. জাহাঙ্গীর আতীক প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা এস এ মতীন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অ্যাডভোকেট হিমায়েতউল্লাহ হীরু, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ তাকিউর রহমান প্রমুখ।
দিনব্যাপী ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে উপস্থিত থেকে সব ধরনের রোগীদের ফ্রি চিকিৎসা সেবাসহ ১ লাখ টাকার ফ্রি ওষুধ বিতরণ করবেন।
জেবি