সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটিডের উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন সরবরাহ লাইনের ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করে ভারি যানবাহন চলাচলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইমতিয়াজ মোহাম্মদ বাবুল।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলার ১৭ ও ১৮ নম্বর গ্যাস কূপের আওতায় শহরের শিমরাইলকান্দি থেকে ভাদুঘর পর্যন্ত গ্যাস ফিল্ডের নিজস্ব জায়গার মাটির ৬ ফুট নিচ দিয়ে উচ্চ চাপক্ষমতা সম্পন্ন গ্যাসের উৎপাদন লাইন নির্মাণ করে এবং দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য বিজিএফসিএলের পক্ষ থেকে সাইন বোর্ড ও মাইকিং করে প্রচার করে। অথচ স্থানীয় হারুন মিয়া, রফিকুল ইসলাম, খোকন মিয়া, বশির মিয়া ও জালাল মিয়াসহ একটি স্বার্থনেষী ভূমিখেকো মহল প্রভাব খাটিয়ে এই পাইপ লাইনের ওপর দিয়ে পায়ে হাঁটা এবং ভারি যান পরিবহনের জন্য রাস্তা নির্মাণের পায়তারা করছে। ওই রাস্তা দিয়ে ভারি যান চলাচল করলে যেকোনো সময় গ্যাস পাইপ লাইনে বিষ্ফোরণ ঘটতে পারে। এতে শহরের ঘনবসতি মানুষের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তারা যেকোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মো. সেলিম মিয়া, মোকলেছ মিয়া, আব্দুর রহিম প্রমুখ।
এ বিষয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লি. এর জেনারেল ম্যানেজার (এডমিন) মাহমুদুলন্নবী মিলন বলেন, সেখানে রাস্তা নির্মাণের কোনো সুযোগ নেই। গ্যাস ফিল্ডের নিরাপত্তাকর্মীরা নিয়মিত দেখশোনা করছেন। পাশাপাশি পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
জেবি