সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এই প্রতপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টর ভবনের সামনে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সাল থেকে বিশ্ব পর্যটন দিবস পালন শুরু করে। এরপর থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস পালিত হয়। দিবসটি আন্তর্জাতিক পর্যটন বিকাশে বিশ্ববাসীকে সচেতন করে এবং বিশ্ব পর্যটনের উন্নতিকল্পে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে।
জেবি