সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
‘আমেরিকা থেকে এতো তাড়াতাড়ি চলে আসছেন কেন? আমেরিকায় ১৮ জন শিল্পপতিকে সঙ্গে নিয়ে গেছেন, তারা অবৈধভাবে আয় করা ১০০ বিলিয়ন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন। ব্যর্থ হয়ে এখন ফিরে আসছেন।’
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে রোডমার্চের সমাবেশে এ কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পারে শুধু মানুষ হত্যা করতে। কিছু লোককে গ্রেপ্তার করতে। আদালতে শুধু বিএনপি নেতাকর্মীদের নামে মামলা; অন্য কোনো মামলা নেই। সারা বছর শুধু বিএনপি নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়ের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে ভয়াবহ পরিণতি হবে।
মির্জা আব্বাস আরও বলেন, এ সরকারের পতন হলে তারা আর ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলে জানান মির্জা আব্বাস।
এর আগে সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ রোডমার্চ সকালে শুরু হয় ঝিনাইদহ থেকে। মাগুরা ও যশোর হয়ে ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোডমার্চ রাত পৌনে ৯টায় পৌঁছায় খুলনায়।
এফএইচ