সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
র্যাব পরিচয়ে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাসনগর এলাকার রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার দুইজনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
মামলার বরাত দিয়ে সোনারগাঁ থানার পুলিশ পরির্দশক মাহবুব আলম জানান, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার মোগরাপাড়া এলাকায় প্রাইভেটকারে যাওয়ার সময় ‘আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে’ দুই সহযোগীকে নিয়ে রাজধানীর একটি মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী ও মামলার বাদী সুমনের গাড়ি থামিয়ে ২৮৩টি মোবাইল ছিনতাই করে ছাত্রলীগের এই দুই নেতা। পরে তিনি সোনারগাঁ থানায় ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
আদালত পুলিশের আসাদুজ্জামান জানান, র্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করে তাদের রিমান্ড আবেদন জানিয়ে পুলিশ আদালতে পাঠায়। দুই আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল জানান, ছাত্রলীগের মতো একটি সংগঠনের সঙ্গে জড়িত থেকে এসব কর্মকাণ্ড করায় আমরা বিব্রত। রবিন ও সাজুর বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আগে থেকেই ছিল। আমরা জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছি তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, ২০২১ সালে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিনকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। আর ২০১৯ ডাকাতির মালামালসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সেক্রেটারি শাহরিয়ার হাসান খান সাজুকে বহিষ্কার করে উপজেলা ছাত্রলীগ।