সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরপিএসইউ ফার্মা অ্যাসোসিয়েশনের আয়োজনে শোভাযাত্রায়, পোস্টার প্রতিযোগিতার ও ফার্মা অলিম্পিয়ার্ড বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. অপূর্ব কুমার বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর আসিফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময় আরপিএসইউ’র উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন ফার্মাসিস্ট কোনো ব্যবসা নয়, এটি মানব সেবা। তিনি বলেন, দেশে এখনও ভেজাল ওষুধ বিক্রি হয়, এটিকে পুরোপুরি বন্ধ করতে হবে। পাশ্ববর্তী দেশ ভারতের তুলনায় এখানে ডাক্তারে ভিজিট বেশি। অনেকে ফার্মাসিস্টকে ব্যবসা বানিয়ে ফেলেছেন। আপনাদের মনে রাখতে হবে এটি মানব সেবা।
বক্তারা শিক্ষার্থীদের জন্য ওষুধ কোম্পানিগুলোকে বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিস্টদের জন্য কর্মস্থানের সুযোগ করে দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার নাসির উদ্দিন, আরপি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট মেম্বার মহাবীর পতি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. তরিকুল ইসলাম, রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক আবু আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এইউ