সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্ব নদী দিবসে বগুড়ায় করতোয়া নদীতে কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে শিক্ষার্থীরা নদী রক্ষার দাবি জানালেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া শাখার উদ্যোগে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচেতনতামূলক মানববন্ধন, র্যালি শেষে নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসিয়ে দখল-দূষনমুক্ত নদীর দাবি জানান তারা।
বাপা বগুড়া শাখার সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে করতোয়া নদী তীরবর্তী বগুড়া মহিলা কলেজ প্রাঙ্গণে বিশ্ব নদী দিবস কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কবি বজলুল করিম বাহার।
এসময় নদী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় সদস্য ও বগুড়া শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন রাজু, শিক্ষাবিদ মিজানুর রহমান। বগুড়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসপি ব্রিজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপা বগুড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের নিয়ে বাপা নেতৃবৃন্দ মহিলা কলেজ সংলগ্ন করতোয়া নদীতে প্রতীকী কাগজের নৌকা ভাসানোর মধ্য দিয়ে পুরো কর্মসূচি শেষ হয়।
২ হাজার ৫০০ বছর আগে যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল পুন্ড্র সভ্যতা, কালের আবর্তনে সেই করতোয়া নদী আজ মৃতপ্রায়। আদালতের নির্দেশনায় নদীর অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও দূষণ রোধে কোনো উদ্যোগ নেই। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও করতোয়া নদী প্রাণ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা সবার।
এইউ