সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে যত কাজ সব আওয়ামী লীগ করেছে। আর বারবার গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে বিএনপি। গণতন্ত্রকে জীবন দান করার জন্য আমার এই লড়াইয়ে নেমেছি। আমারই আবার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। দেশের জনগণকে নিয়ে আমার এই অনির্বাচিত সরকারকে প্রতিহত করে আমাদের একদফা দাবি আদায় করে ঘরে ফিরব।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের শিয়ালকাঠী এলাকায় বরিশাল বিভাগের রোডমার্চ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ। এসব বিষয়ে কথা বলতে গেলে মায়েদের, শিশুদের এমনকি সাংবাদিকদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। সেই লক্ষে বিএনপি এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয় রোডমার্চ। এরপর রূপাতলী হয়ে রোডমার্চটি ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে শেষ হয়।
রোডমার্চ কর্মসূচি শেষে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এছাড়া যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ রোডমার্চ বাস্তবায়ন কমিটির দলনেতা, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান সমন্বয়কারী, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভাগীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেবি