সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এক দফা দাবিতে পটুয়াখালী থেকে পিরোজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ শুরু করেছে বিএনপি।
সরকার পতনের এক দফা দাবিতে পটুয়াখালী থেকে বরিশাল অভিমুখে রোডমার্চ শুরু করেছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পরে পটুয়াখালী কৃষি অবতরণ বিমানবন্দর থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ রোডমার্চ শুরু হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
পটুয়াখালী থেকে রোডমার্চ শুরু হয়ে বাঁকেরগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয় চত্বর, বরিশাল রুপাতলী, ঝালকাঠি হয়ে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠি মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
রোডমার্চে বিপুলসংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর পায়রা ব্রিজ, বাকেরগঞ্জ পার হয়ে বরিশালের দিকে এগিয়ে যায়।
এরপর পিরোজপুরে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান ও বরিশালের স্থানীয় নেতারা।
এদিকে বিএনপির রোডমার্চের কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অনেক দুভোর্গ পোহাতে হচ্ছে। সকাল থেকে সকল উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা সরকার পতনের নানা স্লোগানসম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে পটুয়াখালী বিমানবন্দরে সমবেত হন।
এদিকে বরিশালের রুপাতলী থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে রোডমার্চ বরিশাল অতিক্রম করে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। পটুয়াখালী থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দিতে যান। নেতাকর্মীরা জানান, বর্তমার সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের এই আজকের রোডমার্চ।
এদিকে জনগণেরর জানমাল রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বরত অবস্থায় ছিল।
জেবি