সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদকসহ সাবেক ছাত্রলীগ নেতা ও কর্মীরা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেলা আওয়ামী লীগের অফিসে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন।
পরে একটি বিক্ষোভ মিছিল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার ব্রিজসংলগ্ন সৈয়দ নজরুল চত্বরে এসে শেষ হয়।
লিখিত বক্তব্যে লুৎফর রহমান নয়ন বলেন, গঠনতন্ত্র না মেনে সম্মেলন ছাড়া গত ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। কমিটিতে আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি ও মোহাম্মদ ফয়েজ ওমান খানকে সাধারণ সম্পাদক এবং লুৎফর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
বর্তমানে এ কমিটি তিন বছর ৭ মাস অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। এছাড়া এ কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান বিভিন্ন ইউনিটে অছাত্র, বিবাহিত, মাদকাসক্ত এবং বিএনপি, জামায়াত-শিবিরের সঙ্গে জড়িতদের দিয়ে কমিটি অনুমোদন দিয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে নতুন কমিটি অনুমোদনের আশা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুনায়েদ, সহ-সম্পাদক আশিকুর রহমান আশিক, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক তানিম ইসলাম, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রতন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমেদ নিলয়, সাবেক উপ-প্রচার সম্পাদক কাজী আবেদীন সোলায়মান, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না প্রমুখ।
জেবি