সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহ ও কুষ্টিয়া পৌসভার কাউন্সিলর সোহেল রানা আশাসহ মোট ৮ জনকে শোকজ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) তাদেরকে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
জানা যায়, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহ সম্প্রতি প্রকাশ্য জনসভায় সাধারণ ভোটারদের হুমকি দিয়ে বলেছেন, ‘নৌকায় ভোট দিতেই হবে, না হলে সব সোজা করে দিবো’।
এ ঘটনার অডিও-ভিডিওসহ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ-উদ-দৌলা নৌকার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, নোটিশে উল্লেখিত সময় অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত জাবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
এবিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও কুষ্টিয়া-১ আসনের নৌকার প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহকে পাওয়া যায়নি।
এদিকে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম আরও জানান, কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনি প্রচারে বাধা, হুমকি-ধামকি, ভয়ভীতি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কুষ্টিয়া পৌসভার কাউন্সিলর সোহেল রানা আশাসহ আরও ছয়জনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
এ কারণে কমিটির প্রধান মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কমিটি প্রধানের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া পৌরসভার ২১নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশা, সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যন মুন্সী মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিরামত আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদন ইঞ্জিনিয়ার ফারুকুজ্জামন, ঝাউদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি চাঁদ আলী মালিথা, যুবলীগ নেতা আমান উল্লাহ আমান এবং ৯নং ঝাউদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সামসুর রহমান বাটুল।
ডিপি/