সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পঁচাত্তরের পর দেশে নির্বিচারে হত্যাকারীদের বিচারে ট্রুথ কমিশন গঠন করার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, হত্যাকারীদের মণনোত্তর বিচারের মাধ্যমে এ জাতিকে কলংঙ্কমুক্ত করাসহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মায়ের কান্না’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়ের কান্না’র উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, একুশে পদকপ্রাপ্ত মানবাধিকার কর্মী এসএম আব্রাহাম লিংকন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ অন্যরা।
জেবি