দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৩০) নামে শেরপুর জেলা কারাগারের এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৫টায় কারা অভ্যন্তরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মানিক।
পরে বিকেল ৫টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া বলেন, তিনি দীর্ঘ দিনের শ্বাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোনো কারণ থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।
জেল সুপার আরও বলেন, তিনি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম মৃত হায়দর আলী। তিনি শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ১০ জুলাই ২০১৮ থেকে তিনি প্রথমে জেলহাজতে ও রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে মৃত্যুবরণ করেন।
জেবি