সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৬) মাদকদ্রব্যসহ আটক করেছে সদর দক্ষিণ থানা-পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তার বাবার নাম খোকন মিয়া।
এসময় তার কাছে ৬ হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ছাত্রলীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। মেহেদী হাসান কুমিল্লা মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।
এ বিষয় কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ওসি আলমগীর আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। পরে আটক মেহেদীকে জেলহাজতে প্রেরণ করা হয়। মেহেদীর বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও সাতটি মামলা রয়েছে।
এইউ