সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাহাপুর গ্রামের আসিফ উদ্দিন অন্তরের ছাগলের খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পশ্চিম সাহাপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আসিফ উদ্দিন অন্তর (৩০) এবং মহোদুরীপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে রায়হান (২৪)। তাদের কাছ থেকে মাদকের পাশাপাশি একটি চাইনিজ কুড়াল, দুটি ছোরা, চারটি ধারালো তরবারি উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
জেবি