সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর চাটখিলে রনি (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর পালোয়ান বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রনি ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের পাশে অনেকগুলো তাস পড়েছিল। ধারণা করা হচ্ছে, জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে কেউ তাকে হত্যা করে মরদেহ সুপারি বাগানে ফেলে গেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে।
জেবি