সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরচক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুতফর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর উপজেলার বৈঠাখালি গ্রামের মাহাতাবের স্ত্রী সোনালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে যান। এ সময় ব্যাংকের মধ্যেই রোকেয়ার ব্যাগ থেকে এক লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে।
পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে চোরচক্রের নারী সদস্যদের সনাক্ত করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার চক্রের সদস্যরা উপজেলার বিহারীপুর রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়দের সহায়তায় চারজন নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার উলিয়া (শান্তিপাড়া) গ্রামের নয়ন শেখের স্ত্রী তানিয়া বেগম (৪১), নতুনপাড়া (হাড়গিলা) গ্রামের রাসেল মণ্ডলের স্ত্রী মনিয়ম বিবি (২২), আখিরুল মণ্ডলের স্ত্রী স্বপনা বেগম (৫৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর (বন্যাপাড়া) গ্রামের রিপন শেখের স্ত্রী সুরমা খাতুন (২৫)।
গ্রেপ্তারকৃতরা বেদে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় তাবু গেড়ে কৌশলগতভাবে চুরি করে আসছিল। তাদের কাছ থেকে চুরির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোকেয়া খাতুন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করেছেন।
জেবি