সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের পুশকনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেসা বেগম (৭০) এবং পৌর এলাকার সেলিমাবাদ গ্রামের ধীরেন ভক্তের ছেলে ততন ভক্ত (৩৩)।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে পুশকনী এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই ৭০ বছর বয়সী এক নারী ও ৩৩ বছর বয়সী এক পুরুষ মারা যান। তারা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জেবি