দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেরপুরে টাকা দিলেই মিলছে মাদক ব্যবসার অনুমতি। এমন অভিযোগ শেরপুর মাদকদ্রব্য অধিদপ্তরের দুই কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও জসিম উদ্দিনের বিরদ্ধে।
ওই দুই কর্তকর্তাকে সাপ্তাহিক এবং মাসিক হারে টাকা দিলেই মাদক ব্যবসার অনুমতি মিলছে। না দিলেই মামলা-হামলা চলে। রক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ধোপাঘাট এলাকার মো. হারুন নামে এক মাদক ব্যবসায়ী।
ওই মাদক ব্যবসায়ী মাদক অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে ন্যায়বিচার চেয়েছেন।
হারুন তার লিখিত অভিযোগে জানায়, আমি দীর্ঘ দুই বছর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শেরপুর মাদকদ্রব্য অধিদপ্তরের দুই কর্মকর্তা এনামুল ও জসিম উদ্দিনকে সাপ্তাহিক ১২ হাজার টাকা করে দিয়ে এই ব্যবসা পরিচালনা করেছি। সম্প্রতি আমার ভাইয়ের মৃত্যুজনিত কারণে পারিবারিক চাপে ব্যবসা বন্ধ করতে বাধ্য হই। ফলে টাকা দেওয়ার প্রয়োজন মনে করিনি। তাই ওই মাদক কর্মকর্তার রোষানলে পড়তে হয়েছে আমাকে।
গত ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওষুধ কিনতে ভাগিনা আমিনুলকে নিয়ে রিকশায় করে শহরে আসছিলাম। পথিমধ্যে ওই দুই মাদক কর্মকর্তাসহ আরও চারজন আমাদের রিকশা থেকে নামায় এবং প্রচণ্ডভাবে মারপিট করে।
এরপর আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে রেখে ভাগিনাকে দিয়ে বাড়িতে টাকার জন্য পাঠায়। এদিকে আমার প্যান্টের ভেতর হেরোইনের পুটলা ঢুকিয়ে দিয়ে হ্যান্ডকাপ পড়িয়ে জেলা পরিষদের পাশে জনশুন্য একটি স্থানে নিয়ে যায়। এরপর আমার পরিবারের সঙ্গে শুরু হয় টাকার দরকষাকষি।
এক লাখ টাকা চাওয়া হয় এবং দরকষাকষির একপর্যায়ে আমার ভাইয়ের চল্লিশা করার জন্য রাখা ৪০ হাজার টাকা ও ধার করা আরও ২০ হাজার মোট ৬০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দেয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, ওই দিন মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক হারুন মিয়ারকে গ্রেপ্তার করলেও ৪-৫ ঘণ্টা পরে হারুন বাড়িত ফিরে যায়। টাকা লেনদেনের বিষয়টি অনেকেই জানেন বলে জানিয়েছে এলাকাবাসী। এই দুই কর্মকর্তা ওই এলাকার বেশ কিছু মাদক ব্যবসায়ীকে মাসোহারার শর্তে মাদক ব্যবসার অলিখিত অনুমতি দেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এদিকে শেরপুরের বেশ কিছু এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে ওই দুই মাদক কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কম-বেশি মাসায়োরা নিয়ে থাকেন। এদিকে অভিযুক্ত ওই দুই কর্মকর্তা এনামুল ও জসিম উদ্দিন বলেছেন, অভিযোগ মিথ্যা। নেশার সঙ্গে যারা জড়িত আমরা তাদের প্রধান শত্রু। তাই তারা এসব কথা বলছে। তবে অভিযোগকারীর সঙ্গে ওই অফিসের জনৈক কর্মকর্তা মাসুদের সংশ্লিষ্ঠতার অভিযোগ করেছেন অভিযুক্ত ওই দুই কর্মকর্তা। মাদক ব্যবসায়ী হারুনের গ্রেপ্তার ও টাকা নেওয়ার বিষয়টি এনামুল ও হারুণ অস্বীকার করেছেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম বলেছেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করতে গোয়েন্দা সংস্থাকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই দুই কর্মকর্তা যেহেতু পুলিশের অধীনে নয়, তাই অভিযোগ সত্য হলে বিভাগীয় ব্যবস্থা সংশ্লিষ্ট বিভাগ নেবেন।
জেবি