সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘোষিত ৫ বিভাগে রোডমার্চের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় রোডমার্চ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে রোড মার্চটি শুরু হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করে।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অনেক দুভোর্গ পোহাতে হচ্ছে।
এদিকে রোড মার্চকে ঘিরে মহাসড়কের আশুগঞ্জ থেকে বিজয়নগর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার অংশে জেলাসহ সবকটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের ঢল নামে। এ সময় তারা সরকার পতনের নানা স্লোগানে ব্যানার, ফেস্টুন নিয়ে মাহসড়কের দুই পাশে সমবেত হন। সেসঙ্গে মিছিলে মিছিলে মুখরিত করে তুলেন চারপাশ।
রোডমার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেয়। জান যায়, বৃহত্তর এই রোডমার্চটি হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নেয়ামত উল্লাহ্ জানান, যানজটে নিরসনে পুলিশের ৬-৭টি টিম কাজ করছে।
জেবি