সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তারুণ্যের সমাবেশে যোগ দিতে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। বেলা ১১টার দিকে ভৈরব থেকে রোডমার্চ শুরু হওয়ার কথা আছে। সিলেট আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হবে এ রোডমার্চ। রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আছেন- দলের ভাইস চেয়াম্যান ডা. এ জেড এম জাহিদ হাসান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।
রোডমার্চে অংশ নিতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে আসছেন। এসময় নেতাকর্মীরা সরকার বিরোধী অনেক স্লোগান দেন।
এ বিষয়ে বিএনপি নেতারা জানান, এ আন্দোলন আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি আবার সরকার গঠন করবে।
আরএ