সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দিনাজপুরে আলু-পেঁয়াজ-ডিম ও কাঁচামালের বাজারে এবং খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ সেপ্টেম্বর) দিনাজপুরের বাহাদুর বাজারের কাঁচাবাজারে আলু পেঁয়াজ ও ডিম ও কাঁচা দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় দাম বেশি রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিন প্রতিষ্ঠান হলো- বাহাদুর বাজার ইলিয়াসের কাঁচামালের দোকানকে ১ হাজার টাকা, আলী স্টোরকে ১ হাজার টাকা ও আমীর হোসেনের খাবার হোটেলকে ২ হাজার টাকা ।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
অভিযান শেষে সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ধারাবাহিকভাবে পৌরশহরের বাহাদুর বাজারে অভিযান চালানো হচ্ছে। ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক ও সচেতন করতে প্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, কেউ কেউ পেঁয়াজ-আদা-রসুন-আলু বেশি দামে বিক্রি করছেন। সেটি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
জেবি