সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাভারে জলাশয় ও খাল বালু দিয়ে ভরাট করে জমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে অনুমোদনবিহীন একটি হাউজিং কোম্পানিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুরের জমজম হাউজিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজউকের জোন-৮ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান।
তিনি জানান, অনুমোদনহীনভাবে হাউজিং কোম্পানিটি গড়ে উঠে, তারা জলাশয় এবং খাল দখল করে বালু দিয়ে ভরাট করে প্লট বিক্রি শুরু করে যা আইনত অবৈধ এবং অপরাধ। আমরা আজ অবৈধ স্থাপনা ঘুড়িয়ে দেয়া হয়েছে। আমরা জলাশয় এবং খালের বালু সরিয়ে নিতে তাদের সময় দিয়েছি। তা সে অনুযায়ী কাজ না করলে আমরা আগামীতে আইনগত ব্যবস্থা নেব।
এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবিল আয়ামসহ সংশ্লিষ্ট অফিসাররা উপস্থিত ছিলেন।
জেবি