দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে ৫৬৭ জন অভিবাসীকে আটক করেছে। আটকদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি রয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোরের দিকে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহসিন জানিয়েছেন, এলাকায় বিদেশিদের আগমনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়। এর আগে এক সপ্তাহ ধরে নজরদারি করা হয়েছে। অভিযান শুরু হয়ে চলে প্রায় তিন ঘণ্টা। অভিযানের সময় মোট ১ হাজার বিদেশিকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ২৫২ জন, নেপালের ১৬৩, মিয়ানমারের ৭৫, ইন্দোনেশিয়ার ৭২, ফিলিপাইনের ৪ এবং ভারতের ১ জন নাগরিক রয়েছেন।
স্যামসুল বদরিন বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে আটক অবৈধ অভিবাসীরা প্রতি ফ্ল্যাটে ৮ থেকে ১০ জন বাস করছিলেন। অ্যাপার্টমেন্টের আশেপাশে শপিং সেন্টারসহ বিভিন্ন দোকান ও নির্মাণ সাইটে কাজ করতেন তারা।
জেডএ