সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সাবেক এই শিবির নেতা ২০১৫-১৬ সালে রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারকৃত সাবেক শিবিরের এই নেতার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে।
তিনি আদিতমারী উপজেলার নামুড়ি গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল রংপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তার সাবেক এই শিবির নেতার বিরুদ্ধে লালমনিরহাট থানায় বিভিন্ন মামলার পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।
জেবি