দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে ঘটা এই দূর্ঘটনায় পুড়ে গেছে রোহিঙ্গাদের ৫০টি বসত ঘর।
উখিয়ার বালুখালী ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের একটি বসত ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে আশ্রয় শিবিরে থাকা একটি যুব সংগঠনের নেতা মুজিবুল্লাহ। তিনি দেশ টিভিকে জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা ব্লকের বাসিন্দারা জেগে ওঠেন।
খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হয় উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম রাত সাড়ে ৩টার দিকে মুঠোফোনে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই, খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ৫০টির মত ঘর পুড়ে গেছে।
প্রায় ৩০ মিনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ক্যাম্পের আইনশৃংখলায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, আমরা খোঁজ নিচ্ছি আগুন কিভাবে ছড়াল? এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে।
এটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানান এপিবিএনের এ কর্মকর্তা।
এর আগে গেল শুষ্ক মৌসুমেও রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক হাজার ঘর পুড়ে যায়। সেবার নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন ঘটনা ঘটায় বলে দাবি করেছিল রোহিঙ্গারা।
এফএইচ