সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি হুমকি-ধমকি কাজে লাগবে না। বিএনপি যদি আবারও আগুন সন্ত্রাসে যায় তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তভাবে তা মোকাবিলা করবে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুরে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেনন, বিএনপি রাজনৈতিকভাবে সহিংসতামূলক পরিবেশ সৃষ্টি করে দেশকে অচল করার চেষ্টা করছে। তারা কয়েক বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় কিন্তু সংবিধানের বাহিরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে।
দেশে ডিম আমদানির কারণ উল্লেখ করে বলেন, নানান দিক বিবেচনা করে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিমের দাম নিয়ন্ত্রণে আনার জন্য আমদানি করা হচ্ছে।
আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, গত বছর দাম কম থাকায় এবার কৃষক আলুর আবাদ কম করেছে, যে কারণে প্রায় ৪ লাখ মেট্রিক টন কম হয়েছে। কৃষকদের চাষে উদ্বুদ্ধ করার জন্য আগামী বছর আলু রপ্তানি বৃদ্ধি করা হবে। তবে কৃষদের আলুর বীজের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।
এফএইচ