সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার দাউদকান্দিতে পল্লী বিদ্যুতের সেবাপ্রদান বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৈয়াপাড়া গ্রামে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মো. শফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, এজিএম(এম.এস) বুলবুল আহম্মেদ, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকার এবং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের আগে বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে ছিল। তখন কানসাটে কী ঘটেছিলো সেটা আপনাদের সকলেরই মনে আছে। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতের উৎপাদন অনেক গুণ বেড়েছে। শুধু বিদ্যুৎ নয় সকল ক্ষেত্রেই এ সরকার দেশকে একটা নুতন উচ্চতায় নিয়ে গেছে। সেই উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করবেন।
এ সময় জিএম নুরুল হোসাইন সকলের উদ্দেশে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং এখন যে কিছুটা লোডশেডিং হচ্ছে এ সময়টায় ধৈর্য ধারণের কথা বলেন। তিনি আরও বলেন, এই লোডশেডিংটা সাময়িক, ভবিষ্যতে আগের মতোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আপনারা পাবেন।
পরে আগত শত শত গ্রাহকদের মাঝে ‘নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহক সদস্যগণের করণীয়’ লিফলেট বিতরণ করা হয়।
জেবি