সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত জানান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর সুমন সোমবার সন্ধ্যায় কুরপাড় মাস্টার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ করতে গেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারবিরোধী চলমান আন্দোলনকে ব্যাহত করতে এবং বর্তমান সরকারের নীলনকশা বাস্তবায়ন করতেই পুলিশ সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমনের মুক্তি চাই।
অনিকের বাবা বাংলা ভিশনের প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম জানান, ছেলের বিরুদ্ধে যতো সব মামলা রয়েছে সবগুলোতেই রয়েছে জামিন। কি বা কেন তারপরও গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে সঠিক জানেন না তিনি।
তাদের সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের টিমের সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক জানিয়েছেন, ছাত্র দলের সম্পাদক অনিক ও স্থগিত কমিটির যুগ্ম-সম্পাদক সুমনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ সব ধরনের পক্রিয়া সম্পূর্ণ করে এবার তাদের আদালতে পাঠানো হয়।
এদিকে বিকেল ৪টায় তাদের আদালতে হাজির করলে অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. কামাল হোসাইন তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেবি