সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাসের কক্ষ দখল করে মারধর, চাঁদাবাজিসহ নানা অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে বগুড়া সদর থানায় আইএইচটি শিক্ষার্থী শাহরিয়ার হোসেন মামলাটি করেন।
সজল ঘোষ বগুড়া রহমাননগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে। গত ২৯ আগস্ট থেকে সজলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।
মামলার এজাহারে জানা যায়, এক যুগ ধরে অবৈধভাবে আইএইচটির ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে আছেন ছাত্রলীগের সাবেক নেতা সজল ঘোষ। তিনি শিক্ষার্থীদের আটক করে মারধর, চাঁদাবাজি, অর্থ আদায়, প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। পুরো ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী নিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করতেন। এছাড়া হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা আদায়েও জড়িত তিনি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, অভিযুক্ত সেই সাবেক ছাত্রলীগ নেতা ঘটনার পর থেকেই পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
এইউ