সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সংবাদ প্রকাশের জেরে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডলের সাংবাদিকদের অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মেয়র নজরুল ইসলাম মণ্ডলের শাস্তির দাবিতে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আবু মুসা বিশ্বাস, মোশাররফ হোসেন, করিম ইছাক, লিটন চক্রবর্তী, সমীত্র শীল চন্দন, আজু শিকদার, রুবেলুর রহমান প্রমুখ।
এসময় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
পরে একটি মৌন মিছিল নিয়ে সাংবাদিকরা গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডলের শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে স্মারকলিপি দেন। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান এবং পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পরিহিত অবস্থায় হাসতে হাসতে পুষ্পমাল্য অর্পণ করেন। তার ওই ছবি ফেসবুকে প্রকাশের পর বঙ্গবন্ধুপ্রেমিক ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
এতে গোয়ালন্দ পৌর মেয়র সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হন। এরই জেরে মেয়র নজরুল গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজু শিকদারকে মোবাইল ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। সেইসঙ্গে তিনি রাজবাড়ীর সাংবাদিকদের পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। যার একটি অডিও ক্লিপ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জেবি