সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ার শিবগঞ্জে অস্ত্রসহ ছামিউল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার ছামিউল লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দিঘলটারী গ্রামের সুরত আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, উত্তরের কোনো এক সীমান্ত এলাকা থেকে ঢাকায় অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিলেন ছামিউল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। লালমনিরহাটের জয় নামের এক ব্যক্তি তাকে এ আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজ দেন। ছামিউলের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে৷
সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বুড়িমারী থেকে আসা নারায়ণগঞ্জগামী পিংকী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ছামিউল বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। একপর্যায়ে তার দেহ তল্লাশি করলে দুই পায়ের উরুতে টেপ দিয়ে মোড়ানো আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ভারতে তৈরি ও সক্রিয়।
পুলিশ সুপার জানান, পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের উৎস ও মালিককে খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। তবে ঢাকায় কী কারণে এ অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি। দেশে সম্প্রতি একটি মহল আলাদা একরম পরিবেশ তৈরি করতে তৎপর আছে। তাই সবগুলো দিক ক্ষতিয়ে দেখা হবে৷
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, শরাফত ইসলামসহ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কে শিবগঞ্জের মুরাদপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছামিউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেবি