সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি সারের গোডাউনসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার উৎরাইল হাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গোডাউনে আগুন দেখে আশপাশের সবাই মিলে তা নেভানোর চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে সুমন মিয়ার পান-জর্দা ও চাউলের গোডাউন, আকবর আলী খান ও আদম আলি মিয়ার সার, কিটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ আকবর আলী খানের ছেলে মিঠু খান বলেন, গোডাউনে ৮০০ বস্তা সার ছিল। বেশির ভাগ পুড়ে গেছে। আর আগুন নেভানোর সময় পানিতে অন্যান্য মালামাল নষ্ট হয়ে গেছে। কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা আরও জানান, এমদাদ মাতুব্বরের একই সারির তিনটি ঘর গোডাউন হিসেবে ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহের মঙ্গলবার (সাপ্তাহিক হাট) সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে দোকানগুলো। এছাড়া দোকানে মালামাল গুদামজাত করে রাখা হয়। ভোরে কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না তারা। বিকেলে দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধও রাখেন দোকান মালিকরা।
শিবচর থানার উপ-পরিদর্শক মো.মোদাচ্ছের আলী বলেন, ক্ষতিগ্রস্তরা এখনো কেউ জানায়নি। তবে আগুন লাগার খবর পেয়েছি। খোঁজ-খবর নিচ্ছি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেবি