সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর ডেমরার মীর পাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান আকন্দ (৩৬) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মোতাহার হোসেন জানান, এদিন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডেমরার মীর পাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর একটি আমার ভাগ্নে শাহিনুর চালাচ্ছিল। দুর্ঘটনায় আমার ভাগ্নে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমার ভাগ্নে একটি গার্মেন্টসে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। শাহিনুর ময়মনসিংহের নান্দাইল থানার লংপুর গ্রামের মৃত আনিসুল হক আকন্দের (বীর প্রতীক) ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
কে