সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজও (বুধবার) সকালের আকাশে ছিল মেঘের তর্জন-গর্জন। দুপুরের দিকে বৃষ্টিও হয়েছে বেশ। তবে বুধবার (১৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের এ প্রবণতা আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এ ছাড়া আজ থেকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে।
তবে চলতি মাসের শুরুতে যেমন অতিবৃষ্টি হয়েছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরের রংপুর, দিনাজপুরের দিকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।