দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বর্ষার আজ শেষ দিন। শুরুর দিকে বৃষ্টির দেখা না মিললেও শেষের দিনগুলোতে এ কালটি তার চিরচেনা স্বরূপ দেখিয়েছি। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার রাত থেকে রোববার পর্যন্ত কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মাঝারি কখনও আবার ভারী বৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি যেন আসি আসি করছে। রোববার আবহাওয়া অফিস জানিয়েছিল এই বৃষ্টি আরও তিনদিন থাকতে পারে। তবে ২০ আগস্টের পর ঢাকায় বৃষ্টির পরিমাণ ফের বাড়ার সম্ভাবনা আছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি চলবে আগস্ট মাসজুড়েই। তবে তা থেমে থেমে নানা জায়গায়। কোথাও ভারী আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।
মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই দেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলেছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।
এফএইচ