সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশ এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে আগামী তিন দিন সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, গতকালের সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ (বুধবার) সমতলে ভারতের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এর শক্তি কমে যেতে পারে। এর ফলে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে এবং উত্তরাঞ্চলে কিছুটা বাড়তে পারে।
মঙ্গলবার দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়; ৮৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, বাতাসে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসও বইছে। চলতি মাসের শেষদিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। মাসের শেষে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি মিলতে পারে।
এফএইচ