সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেষ ওভারে মরিচভিল উনিটির জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান। শহীদ আফ্রিদির করা ওভারের প্রথম ৫ বলেই ২১ রান তুলে নেয় মরিচভিল ইউনিটির শেহান জয়সুরিয়া। শেষ বলে আরেকটি ছক্কা হাঁকাতে পারলেই ম্যাচ ড্র হয়ে যেতো।
কিন্তু সেটা আর হলো কই, শেষ বল ডট দিয়ে নিউইয়র্ককে রোমাঞ্চকর জয় এনে দেন শহীদ আফ্রিদি। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি-টেন লীগে মরিচভিল ইউনিটিকে ৬ রানে হারিয়েছে নিউ ইয়র্ক ওয়ারিয়র্স।
আসরে এটাই দুই দলের প্রথম ম্যাচ। আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ১২৪ রান করে নিউ ইয়র্ক। তাড়া করতে নেমে ১১৮ রানে থামে মরিচভিল।
১২৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলীয় ৩৩ রানের মধ্যে ফিরে যান পার্থিব প্যাটেল, ক্রিস গেইল ও কোরি অ্যান্ডারসন।
এরপর মাত্র ১২ বলে ৩৫ রানের ক্যামিও খেলে পরিস্থিতি সামাল দেন অবাস পিয়েনার। এছাড়া ১০ বলে ২৮ করেন শেহান। কিন্তু তাদের ইনিংস শেষ পযর্ন্ত মরিচভিলের জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৭ রানে তিলকরত্নে দিলশানকে হারায় নিউ ইয়র্ক। ১১ বলে ২১ রান করেন তিনি। এরপর ৩ নম্বরে নামা রিচার্ড লেভি খেলেন ২৫ বলে ৬৬ রানের বিষ্ফোরক ইনিংস। যেখানে ছিল ৪টি চার ও ৭টি ছক্কা। এছাড়া কামরান আকলাম ১৯ বলে ২৪ আর আফ্রিদি করেন ৭ বলে ৯ রান।
এমআর/