সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন জাতীয় দলের তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদির সঙ্গে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন রয়েছে। কেন শাহীন আফ্রিদির সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি—এ প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এ বিষয়ে এবার পাকিস্তানি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন আফ্রিদি।
দুই পরিবারের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি। আর শাহীন মানুষ হিসেবে ভালো হওয়ায় নিজের মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন বলেও জানান তিনি
শহীদ আফ্রিদি বলেন, ‘শাহিনের পরিবার আমার পরিবারের মধ্যে এ ব্যাপারে অনেক আগে থেকেই কথাবার্তা বলছিল। একজনকে সবার আগে অবশ্যই ভালো মানুষ হতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শাহীন একজন অসাধারণ ছেলে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না। আমাদের দুই পরিবারের মুরব্বিরা একে অপরকে জানতেন। যদিও আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।’
শাহীন আফ্রিদির প্রশংসা করে তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে যারাই শাহীনের সঙ্গে খেলেছে, তারাই তার আচরণের প্রশংসা করেছেন। তারা তাকে ভালো মানুষ এবং খুবই পরিপক্ব বলতেন। আর এ বিষয়গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
এদিকে বিশ্বকাপ ক্রিকেটে ভালো ফর্মে আছেন শাহীন আফ্রিদি। কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট শিকার করে পেসার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন তিনি। এরপরই প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে তার নাম ষোষণা করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টি