সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত কদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির বোন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এর মাধ্যমে জানিয়েছেন নিজেই।
এ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, ‘খুব দুঃখ নিয়ে জানাচ্ছি, আমাদের আদরের বোন আর নেই। তার জানাজা আর জোহর-বাদ জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’
বোনের অসুস্থতার কারণে নিজের ভ্রমণ পরিকল্পনা বাদ দিয়ে দেশে ফিরেছিলেন বোনকে দেখার জন্য। কিন্তু তার আগেই বোন চলে গেছে না ফেরার দেশে।
(إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ,) Surely we belong to Allah and to him we shall return. With Heavy hearts we inform you that our beloved Sister passed away and her Namaz e Janazah will be at 17.10.2023 after Zuhur prayer at Zakariya masjid main 26th street… https://t.co/Ly4sK6XVGT
— Shahid Afridi (@SAfridiOfficial) October 17, 2023এর আগে সোমবার বোনের অসুস্থতার খবর জানিয়ে ৪৬ বছর বয়সী আফ্রিদি এক্স-এ লেখেন, ‘আমি ফিরে আসছি তোমাকে দেখার জন্য। শক্ত থাকো। আমার বোন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার সুস্বাস্থ্যের জন্য আপনাদের দোয়া আমার কাছে অনেক কিছু। সৃষ্টিকর্তা তাকে দ্রুত সুস্থ করে তুলুন।’
আফ্রিদিরা মোট ১১ ভাই-বোন। ছয় ভাই ও পাঁচ বোন। ভাই ও বোনদের মধ্যে শহীদ আফ্রিদি পঞ্চম। তার দুই ভাই তারিক আফ্রিদি ও আশফাক আফ্রিদিও ক্রিকেট খেলেছেন।
এমআর/