সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তামিম ইকবাল নেতৃত্ব ছেড়েছেন, চোটের কারণে খেলা হচ্ছে না এশিয়া কাপেও। অন্যদিকে লম্বা সময় বিশ্রাম দেওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে এশিয়া কাপের দল থেকে। দুজনই ছিলেন দলের অন্যতম সদস্য।
লন্ডনে চিকিৎসা শেষ করে দেশে ফিরে তামিম শুরু করেছেন ফেরার লড়াই। মাহমুদউল্লাহ রিয়াদ দলছুট হয়ে লড়াই করছেন নিজের সঙ্গে। তবে দুজনেরই অপেক্ষা জাতীয় দলে ফেরা।
কিন্তু এই অপেক্ষা শেষ হবে কবে জানা নেই কারও। তামিম ইকবালকে এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তৈরি করা হচ্ছে, রিয়াদের সামনে সেই আশাও নেই।
আজ শের ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবালকে নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’
তামিমের অভিজ্ঞতা বিশ্বকাপে দলের অনেক বেশি প্রয়োজন উল্লেখ করে হাবিবুল বাশার বলেন, ‘বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’
বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা বাকি। এই দলে থাকার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি মাহমুদউল্লাহ রিয়াদের। হাবিবুল বাশার জানিয়েছেন, বিশ্বকাপের কথা বিবেচনা করে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার জন্য এই ক্যাম্পের ডাক দিয়েছে বোর্ড। আগামীকাল রোববার (২০ আগস্ট) থেকে শুরু হবে এই ক্যাম্প।
‘দেখুন আমাদের একটা দল তো যাচ্ছেই। আমাদের বিশ্বকাপের এখনও দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের ইনজুরির কনসার্ন হতে পারে। সব কিছু মাথায় রেখেই আমাদের পুলটা... ৩০-৩২ জনের একটা পুল তো আছেই, সবাই যেন অনুশীলনে থাকে, যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।’
এই বিশেষ ক্যাম্পে তামিম-মাহমুদউল্লাহ’র সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান, সাইফ হাসান ও জাকির হাসান।
এমআর/