সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ওয়ানডে বিশ্বকাপের উত্তাপ শুরু হয়ে গেছে। অক্টোবরে ভারতের অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। সেপ্টেম্বরে চিনে এশিয়ান গেমসেও যাচ্ছে বাংলাদেশ থেকে একটি দল। যে দল ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের রয়েছে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা। বলা যায় সব মিলে ব্যস্ত সময় পার করছে নির্বাচক প্যানেল।
নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এশিয়া গেমসের দলটার প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
শনিবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের হাবিবুল বাশার বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা সর্বশেষ বিশ্বকাপ থেকেই দলটাকে একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছি। বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছি। পরের বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দলটা তৈরি হচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টিতে আমাদের ফর্ম কিন্তু বেশ ভালো। গত ইংল্যান্ড সিরিজ থেকে আমরা কিছু ফল পাওয়া শুরু করেছি। শুধু ভবিষ্যতের ব্যাপার নয়। আমরা যাদের নিয়েছি (এশিয়ান গেমসের দলে), তারা কিন্তু বর্তমানেও ভালো খেলছে।’
এবারের এশিয়ান গেমসে থাকছে না বয়সের কোনও ধরা বাধা। তবে অন্যান্য বারের মতো অনূর্ধ্ব-২৩ পর্যায়ে থাকা ক্রিকেটারদের নিয়েই দল সাজাতে চাচ্ছেন নির্বাচকরা।
‘এশিয়ান গেমসে এখন আর বয়সের বাধা নেই, উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সেখানেই থাকার চেষ্টা করছি। তুলনামূলক তরুণ ক্রিকেটার নিয়েই দল করার চেষ্টা করেছি। ইমার্জিং দলেও আপনারা দেখেছেন, হয়তো কিছু ক্রিকেটার ছিল অভিজ্ঞ। তবে তাদের কারোরই বয়স খুব বেশি নয়, দু-একজন ছাড়া। এশিয়ান গেমসও আমরা সেভাবে করার চেষ্টা করেছি।’
হাবিবুল বাশারের প্রত্যাশা তরুণরাই সোনা এনে দেবে এশিয়ান গেমস থেকে, ‘আমাদের যারা খেলে আসছে, আমাদের ভবিষ্যৎ, বর্তমানে ভালো করছে এমন ক্রিকেটারদের নিয়েই দলটা গড়া হয়েছে। কারণ, মাথায় তো একটা বিষয় ছিলই যে এশিয়ান গেমসে ভালো করতে চাই। এর আগে আমরা গোল্ড জিতেছিলাম। সেটার পুনরাবৃত্তি করতে পারলে খুব ভালো লাগবে।’
এশিয়ান গেমসের দল এখনও জানানো হয়নি। তবে হাবিবুল বাশার জানালেন, ইমার্জিং এশিয়া কাপে নেতৃত্ব দেওয়া সাইফ হাসানকেই অধিনায়কত্ব দেয়ার কথা।
‘সবশেষ ইমার্জিংয়ে সাইফ হাসান অধিনায়ক ছিলেন। এখনো আমরা (এশিয়ান গেমসের অধিনায়ক) ঠিক করিনি। তবে তার সম্ভাবনা বেশি। সাইফ হাসান ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার আছে, যাদের অধিনায়কত্ব দেওয়া যেতে পারে। সেটা আমরা ঠিক করিনি।’
এমআর/