সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপের মতো আসর দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিম। বিকেএসপির ছাত্র না হয়েও জাতীয় দল পর্যন্ত উঠে আসার পেছনে তামিমকে পার করতে হয়েছে অনেক চড়াই-উৎরাই। ডিস্ট্রিক্ট, ডিভিশন, ঢাকা লিগ, বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে নজরে আসতে হয়েছে নির্বাচকদের।
তামিম ইকবালের অনেক বড় ভক্ত তানজিদ হাসান। জাতীয় দলের জার্সিতে প্রতিপক্ষের বল সামলানোর আগে তাকে সামাম্ল দিতে হচ্ছে গণমাধ্যম। আজ শের ই বাংলা স্টেডিয়ামে গণামাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, তামিম ইকবালের সঙ্গে নামের মিল থেকেই তামিম ভক্তিটা বেড়ে যায় তার।
‘সত্যি কথা বলতে ছোট বেলায় ওনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি যেহেতু ওনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল। এই জন্য ছোট থেকে খেলা দেখা হয়েছে বেশি। উনি আমাদের সবার জন্য আইডল। ওনার খেলার দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কিভাবে সবকিছু কন্ট্রোল করে। কোন সিচুয়েশনে কিভাবে খেলে। যখন ওনার সঙ্গে দেখা হয় কথা হয় সব বিষয়ে।’
তামিম ইকবাল নেই এশিয়া কাপে। তাই তো তানজিদ তামিমকে খেলতে হবে তামিম ইকবালের ওপেনিং পজিশনে। তামিমের পজিশনে খেলা কতটা প্রেশার।
এমন প্রশ্নে তামিম বলেন, ‘এক্সপেকটেশনের প্রেশারের কথা প্রফেশনালি ক্রিকেট খেলি। এটাই প্রেশারের খেলা। ম্যাচে অনেক ধরনের সিচুয়েশন থাকে, জিনিসটা যত তাড়াতাড়ি হ্যান্ডেল করতে পারব, তত তাড়াতাড়ি আমরা বেটার ক্রিকেট খেলতে পারব।’
জাতীয় দলে খেলতে কতটা প্রস্তুত এমন প্রশ্নে তামিম বলেন, ‘স্পেসেফিক কোনও কিছু নিয়ে কাজ করা হয় নাই। ন্যাশন্যাল টিমে আসার পর কোচ একবার বলছে, তুমি এত দিন যেভাবে খেলে আসছ, তোমার ন্যাচারাল খেলাটাই খেলবা। উনি বলছে যে, তোমার যদি নিজ থেকে সমস্যা থাকে আমাকে এসে বলবা। উনি সবসময় একটু প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। তো এইদিক থেকে বলব ভালো। আর সবাই চেষ্টা করছে আরকি সেরাটা দিয়ে প্র্যাকটিস করার।’
এমআর/