দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের তারকা পেস বোলার ওয়াহাব রিয়াজ। দেশের হয়ে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন অবসরের ঘোষণা। জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেও চালিয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
ক্রিকেটারের পাশাপাশি ওয়াহাব রিয়াজ একজন মন্ত্রীও। চলতি বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী মনোনীত হয়ে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে জড়িয়ে যান।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে সংবাদ বিবৃতিতে ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনার কথা বলছিলাম, ২০২৩ সাল আমার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লক্ষ্যের কথা। আমি এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি যে আমি আমার দেশ এবং জাতীয় দলকে আমার সেরাটা দিয়ে সেবা করেছি।’
রিয়াজ বিবৃতিতে আরও বলেছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা অনেক সম্মান এবং সৌভাগ্যের বিষয়। আমি এই অধ্যায়কে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব আরও কিছুদিন।’
২০১৫ বিশ্বকাপে শেন ওয়াটসনের বিপক্ষে ওয়াহাবের সেই দুর্দান্ত ওভার
ওয়াহাব রিয়াজ পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন এবং সর্বশেষ ২০২০ সালে খেলেছেন জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ।
টেস্ট ক্রিকেটে ৩৪.৫০ গড়ে নেন ৮৩টি উইকেট। ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে নেন ১২০টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪টি উইকেট নিয়েছেন ৩৬ ম্যাচে।
এমআর/