সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপ শুরু হতে বাকি আর দুই সপ্তাহ। প্রস্তুতির শেষদিকে আয়োজক দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। জানানো হয়েছে সূচিসহ বিস্তারিত সবকিছুই। এবার জানানো হলো কোন চ্যানেলে দেখা যাবে এশিয়ার ছয় দলের লড়াই।
বাংলাদেশে দুটি মাধ্যমে দেখা যাবে খেলা। টেলিভিশনের পর্দার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে সবগুলো ম্যাচ। দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম র্যাবিটহোলে সরাসরি দেখা যাবে সব ম্যাচ।
এছাড়াও ভারতে দেখাবে স্টার স্পোর্টস ও হটস্টারে। পাকিস্তানে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস। আফগানিস্তানে দেখাবে আরটিএ স্পোর্টস, নেপালে চ্যানেল আই এবং শ্রীলঙ্কায় দেখাবে মাসরাঙ্গা চ্যানেলে।
আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হবে ওয়ানডে ফরম্যাটের এই আসর। নেপাল ও স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে মুলতানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। ৩০ আগস্ট পর্দা উঠে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে হবে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর লাহোরে।
গ্রুপ 'এ' তে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা নেপাল। 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আসরের মোট ১৩ ম্যাচের চারটি হবে পাকিস্তানে, ৯টি হবে শ্রীলঙ্কায়।
গ্রুপ পর্ব
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
৩০ আগস্ট |
পাকিস্তান-নেপাল (এ) |
মুলতান (পাকিস্তান) |
৩১ আগস্ট |
বাংলাদেশ-শ্রীলঙ্কা (বি) |
ক্যান্ডি (শ্রীলঙ্কা) |
২ সেপ্টেম্বর |
ভারত-পাকিস্তান (এ) |
ক্যান্ডি (শ্রীলঙ্কা) |
৩ সেপ্টেম্বর |
বাংলাদেশ-আফগানিস্তান (বি) |
লাহোর (পাকিস্তান) |
৪ সেপ্টেম্বর |
ভারত-নেপাল (এ) |
ক্যান্ডি (শ্রীলঙ্কা) |
৫ সেপ্টেম্বর |
আফগানিস্তান-শ্রীলঙ্কা (বি) |
লাহোর (পাকিস্তান) |
সুপার ফোর
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
৬ সেপ্টেম্বর |
এ১-বি২ |
লাহোর (পাকিস্তান) |
৯ সেপ্টেম্বর |
বি১-বি২ |
কলম্বো (শ্রীলঙ্কা) |
১০ সেপ্টেম্বর |
এ১-এ২ |
কলম্বো (শ্রীলঙ্কা) |
১২ সেপ্টেম্বর |
এ২-বি১ |
কলম্বো (শ্রীলঙ্কা)) |
১৪ সেপ্টেম্বর |
এ১-বি১ |
কলম্বো (শ্রীলঙ্কা) |
১৫ সেপ্টেম্বর |
এ২-বি২ |
কলম্বো (শ্রীলঙ্কা)) |
ফাইনাল
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
১৭ সেপ্টেম্বর |
সুপার ফোর ১-২ |
কলম্বো (শ্রীলঙ্কা) |
বিঃ দ্রঃ প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে।
এমআর/