সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উড়ছেন মেসি, উড়ছে ইন্টার মায়ামিও। ক্লাবটিতে লিওনেল মেসি যোগ দেওয়ার পর নতুন করে প্রাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল। মেসির গোলে আরও একটি দারুণ জয় পেয়েছে মায়ামি। এই জয়ে নতুন ইতিহাস লিখেছে দলটি।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। যা ক্লাবটির ইতিহাসে কোনও টুর্নামেন্টের ফাইনালে খেলা।
বাংলাদেশ সময় বুধবার ভোর রাতে পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে লিগস কাপের সেমি-ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে মেসিরা হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
ম্যাচের প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দলের পক্ষে একটি করে গোল করেছেন জোসেফ মার্তিনেজ, জর্দি আলবা, ডেভিড রুইজ ও লিওনেল মেসি। অন্যদিকে স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো বেদয়া।
এই জয়ে বেশ বড় পুরষ্কার মিলল দলটির। ম্যাচ শেষ করে জয়ের আনন্দ শেষ করার আগেই খবর আসে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুম খেলতে টিকিট কেটে ফেলেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।
শুধু তাই নয়, একেবারে শেষ ষোলোতে খেলার সুযোগ পেয়ে গেছে মায়ামি। তবে একটা শর্ত রয়েছে সেটি ফাইনাল ম্যাচে জিততে হবে দলটিকে। ২৭ দলের এই আসরে প্রথম রাউন্ড খেলে ২২টি দল।
এছাড়া এমএলএস চ্যাম্পিয়ন, লিগা এমএক্স চ্যাম্পিয়ন, সেন্ট্রাল আমেরিকান চ্যাম্পিয়ন, ক্যারিবিয়ান চ্যাম্পিয়নের সঙ্গে লিগস কাপের চ্যাম্পিয়ন সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ডে।
এমআর/