সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্লোজডোরে বিশেষজ্ঞ কোচিং স্টাফদের তত্বাবধানে চলছে এশিয়া কাপের প্রস্তুতি। তরুণদের অগ্রাধিকার দিয়ে গড়া হয়েছে এশিয়া কাপের দল। গত এশিয়া কাপে বেশ শক্তিশালী দল নিয়ে গেলেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।
এবার আর তেমনটি আশা করেন না খালেদ মাহমুদ সুজন। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, এবার এশিয়া কাপে বাংলাদেশ ভালো না করলেই তিনি আশ্চর্য হবেন।
‘আমি মনে করি আমরা ক্যাপেবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই আমি আশ্চর্য হব। আমরা ক্যাপেবল। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেওয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল।’
গ্রুপ পর্বে বাংলাদেশ দলের দুই প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোরে প্রতিপক্ষ হতে পারে ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলের। সুজন মনে করেন এতসব কঠিন দলকে টপকে চ্যাম্পিয়ন হতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা।
‘আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। এরকম না ওরা খারাপ খেলবে আর আমরা সেদিন ভালো খেলে জিতবো। এই আশা করাই ভুল। আমাদের ওদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে।’
সুজন মনে করিয়ে দেন, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ কতটা পরিণত দল। একটা সময় পেস বোলিং ইউনিট দুর্বল থাকলেও এখন আর সেটি নেই বলেন তিনি।
‘আমি তো সবসময় বলি বাংলাদেশ এখন একটা পরিণত দল। এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম। এখন অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক এগিয়ে। যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমি মনে করতাম, পেস বোলিং। আমি মনে করি যেভাবে তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান, এবাদত উঠে এসেছে। আমি মনে করি আমরা এখন দারুণ শক্তি আসলে।’
তিনি আরও যোগ করেন, ‘এছাড়া মিরাজ, সাকিব, নাসুম যারাই আছে ওরা অনেক অভিজ্ঞ। ব্যাটিংয়ে অনেক অভিজ্ঞতা আছে দলে। তামিম থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু দিনশেষে নির্বাচকরা যে দল দিয়েছে, সেটাই ধরে নিতে হবে সেরা দল। সেটার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। আমি আত্মবিশ্বাসী ভালো কিছু করতে পারবো।’
এমআর/